সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জের ২ জন, আহত ৪

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২৬, ২০২১
১২:৩৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২১
১২:৩৭ পূর্বাহ্ন



সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জের ২ জন, আহত ৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আনোয়ার হোসেন (৩০) ও হরমুজ আলী (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের সবাই গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর ও ইসলামপুর গ্রামের বাসিন্দা। 

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সৌদি আরবের জেদ্দায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার শরীফগঞ্জ ইউপির কালিকৃষ্ণপুর গ্রামের আবু বকর মিয়ার ছেলে ও হরমুজ আলী একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে সৌদি আরবের জেদ্দায় কাজ থেকে ফেরার পথে ট্যাংক লরির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন ও হরমুজ আলী মৃত্যুবরণ করেন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। একদিনে গ্রামের দুইজনের মৃত্যু এবং ৪ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহত ৪ জনের মধ্যে ইসলামপুর গ্রামের আজগর আলীর ছেলে ছাদিকুর রহমান (২৩) ও কালিকৃষ্ণপুর গ্রামের হানু মিয়ার ছেলে সাইকুল ইসলাম (২৩) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত দুইজন কালিকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল আলিম (৪৮) ও ইসলামপুর গ্রামের তাহের মিয়ার ছেলে জাকির হোসেন (৫০) হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ তথ্য নিশ্চিত করেছেন কালিকৃষ্ণপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন সিরাজী। লাশ দেশে আনার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।


এফএম/আরআর-০১