নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২১
০৫:১৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২১
০৫:১৯ অপরাহ্ন
পর্নোগ্রফি আইনে দায়ের করা মামলায় সালাম সোহান ওরফে সোহান আরজে (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাতে র্যাব-৯ এর একটি দল পর্নোগ্রাফির এক অভিযোগে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৪ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল লালাদিঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে সালাম সোহান ওরফে সোহান আরজে আটক করে। সে কোতোয়ালী থানার মোলাপাড়া এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব কোতোয়ালী থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে হস্তান্তর করে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিএ-০৫