নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২১
০৭:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২১
০৭:৪৩ পূর্বাহ্ন
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মধ্যরাতে আত্মহত্যার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিবুল ইসলাম সোহাগ। তার পরিবার সিলেটের খোজারখলা এলাকায় থাকলেও তিনি ঢাকার ধানমন্ডি জিগাতলা এলাকায় থাকতেন বলে জানা গেছে। ফেসবুকে পোস্ট দেখার পর তোলপাড় শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি জানান, ঢাকা মেডিকেলে বিষ পরিষ্কার করা সম্ভব হয়নি। তাই চিকিৎসকরা অন্য একটি হাসপাতালে স্থানান্তর করেছেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
রাজিবুল ইসলাম সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হলেও পরিবার সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় নানাবাড়িতে থাকতেন। তিনি থিয়েটার মুরারীচাঁদ ও একদল ফিনিক্সের সদস্য ছিলেন।
আত্মহত্যা চেষ্টা করার আগে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস লিখেন। স্ট্যাটাসের শেষভাগে তিনি লিখেন, ‘আমি রজিবুল ইসলাম সোহাগ স্বেচ্ছায়, স্বজ্ঞানে, নিজ দোষে, নিজের সিদ্ধান্তে আজ আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার মৃত্যুর জন্য আমার পরিবার, প্রেমিকা, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা কেউই দায়ী নয়! আমি চাই আমার মৃত্যুর পর আমার দেহ সিলেটের মাটিতে সমাহিত করা হোক! সকল বাবা মায়ের প্রতি অনুরোধ, আপনার ছেলে/মেয়েকে সাংস্কৃতিক অঙ্গনে যেতে বা যেকোনো কিছু করতে যদি আপনারা বলে থাকেন, তবে এর আগে অন্তত একশত (১০০) বার ভেবে তারপর বলবেন। কারণ অনেক সময় অনেক কিছু আর সাধারণ সখের পর্যায়ে থাকে না! জীবনের অংশ হয়ে যায়!’
আরসি-০৫