গোলাপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২৫, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। তিনি উপজেলার শেরপুর কলাগ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানা ও মৌলভীবাজার সদর থানায় মামলা রয়েছে। আপন চাচাতো ভাইকে হত্যা মামলায় তিনি যাবজ্জীবন ও অর্থদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এফএম/আরআর-০৫