সিলেট মিরর ডেস্ক
জুন ২৪, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী প্রশাসনের প্রতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় সুনিশ্চিত।’
আজ বৃহস্পতিবার (২৪ জুন) দক্ষিণ সুরমায় গণসংযোগকালে তিনি আহ্বান জানান তিনি।
প্রথমে নির্বাচন অফিসে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের হাজীগঞ্জ বাজার এবং ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এবং কটালপুর বাজার এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, ‘এলাকার সর্বস্তরের সুশীল সমাজ এবং সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন। যে দিকেই যাচ্ছি, সেদিকেই মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের কাজ করবো ইনশাল্লাহ।’ এ নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে শফি চৌধুরী নির্বাচন সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা আহ্বান করেন।
এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজনরা তার সঙ্গে ছিলেন।
এএফ/০১