গোলাপগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২৪, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। 

বুধবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান, মোবিন আহমদ জায়গিরদার, রফিক আহমদ মাখন, রুকন উদ্দিন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সায়েদ, মাহমুদ আহমদ চৌধুরী, জহির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ধর্ম সম্পাদক আবুল লেইছ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, উপ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনছুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদিন, কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, তারেক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফয়জুল ইসলাম ফয়সল, ছাত্রলীগ নেতা ফারহান মাসউদ আফছর, আবির হাসান প্রমুখ।


এফএম/আরআর-১৭