গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ২৪, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান, মোবিন আহমদ জায়গিরদার, রফিক আহমদ মাখন, রুকন উদ্দিন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সায়েদ, মাহমুদ আহমদ চৌধুরী, জহির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ধর্ম সম্পাদক আবুল লেইছ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, উপ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনছুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদিন, কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, তারেক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফয়জুল ইসলাম ফয়সল, ছাত্রলীগ নেতা ফারহান মাসউদ আফছর, আবির হাসান প্রমুখ।
এফএম/আরআর-১৭