গোয়াইনঘাটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গোয়াইনঘাট প্রতিনিধি


জুন ২৪, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে দলের অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, বিকেল ৬টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কেটে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সদস্য দেবব্রত ভট্টাচার্য, নিত্যানন্দ দাস নিতাই, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফুল হাসান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী সুমন প্রমুখ।


এমএম/আরআর-১৩