শুক্র ও শনিবার দিনভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে নগরের বিভিন্ন এলাকা

নিজস্ব প্রতিবেদক


জুন ২৪, ২০২১
১২:১২ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২১
১২:১২ পূর্বাহ্ন



শুক্র ও শনিবার দিনভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে নগরের বিভিন্ন এলাকা

আগামী শুক্রবার ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডারের আওত্তাধীন এলাকাসমূহে উন্নয়ন, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো, শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজবাগ, শাপলাবাগ, কল্যানপুর, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এম.সি কলেজ ও আশে-পাশের এলাকা।

বিষয়টি নিশ্চিত করে বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেটের নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।