শাবি প্রতিনিধি
জুন ২৩, ২০২১
১১:০২ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২১
১১:০২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাছের ডাল পড়ে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বুধবার (২৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সামনে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, আহত নিরাপত্তাকর্মীর নাম বাহার। তিনি বিকেলে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সামনে অবস্থানের সময় হঠাৎ তার উপরে একটি গাছের ডাল এসে পড়ে। এতে তার পায়ে ও হাতে আঘাত লাগে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আবু হেনা পহিল বলেন, আমরা তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি গাছের ডাল পড়ে নিরাপত্তাকর্মী বাহার আহত হয়েছেন। এতে তার শরীরে আঘাত লেগেছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।
এইচএন/আরআর-০৬