জকিগঞ্জ প্রতিনিধি
জুন ২৩, ২০২১
১০:৫৭ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২১
১০:৫৭ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জের ছয়ঘরি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ এ পর্যন্ত আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত আড়াই ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ২টি মোবাইল সেট, জুয়েলারি সামগ্রী ও মোবাইলের পাওয়ার ব্যাংক।
সর্বশেষ মঙ্গলবার (২২ জুন) রাতে এ মামলার আসামি একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি জাহেদ আহমদ ওরফে জিহাদ উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তারকৃত জাহেদ আহমদ ওরফে জিহাদ উদ্দিন সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রামের মৃত আজমল আলী ওরফে আজুমুল আলীর ছেলে। তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি তার বিরুদ্ধে এসএমপি'র কোতোয়ালী, জালালাবাদ, জেলার জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় মোট ৬টি ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।
এর আগে একই ডাকাতির ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছিল। তাদের কাছ থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ২টি মোবাইল সেট, জুয়েলারি সামগ্রী ও মোবাইলের পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়েছিল। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হলে আদালতের কাছে তারা ১৬৪ ধারার জবানবন্দিতে জাহেদের নাম জানা যায়।
জকিগঞ্জ থানা পুলিশের সূত্র জানায়, গত ৪ জুন সুলতানপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের তত্ত্বাবধানে ও জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাসেমের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার অভিযান চালিয়ে এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করে লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছেন।
এদিকে, জকিগঞ্জের আলোচিত ডাকাতির ঘটনায় লুন্ঠিত স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও অন্যান্য মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। পুলিশের কঠোর ভূমিকায় স্থানীয় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম জানান, প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গত ১৮ জুন আন্তঃজেলা ডাকাতদলের ৭ জনকে লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তাদের জবানবন্দি অনুযায়ী লুণ্ঠিত মোবাইল সেটসহ ডাকাত জাহেদ আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৬টি ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।
ওএফ/আরআর-০৫