গৃহকর্মী নির্যাতনের অভিযোগ : পরিবেশ অধিদপ্তরের পরিচালকের স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক


জুন ২৩, ২০২১
০৯:৩৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২১
১০:৫৭ অপরাহ্ন



গৃহকর্মী নির্যাতনের অভিযোগ : পরিবেশ অধিদপ্তরের পরিচালকের স্ত্রী আটক

কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের স্ত্রী ফারহানা আলম চৌধুরীকে আটক করেছে পুলিশ। ফারহানা পেশায় ব্যাংক কর্মকর্তা।

আজ বুধবার (২৩ জুন) বিকেলে নগরের উপশহরস্থ বাসা থেকে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি সিলেট মিররকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আমরা অভিযুক্ত ও ভিকটিম দুইজনকেই থানায় নিয়ে যাচ্ছি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরের শাহজালাল উপশহরের ই-ব্লকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের বাসায় গৃহকর্মী রুনা আক্তারকে প্রায় নির্যাতন করা হত। আজ দুপুরে তার শরীরে মরিচের গুড়োও ছিটিয়ে দিয়ে বাথরুমে আটকে রাখা হয় রুনা অভিযোগ করে। স্থানীয়রা জানিয়েছেন, রুনা আক্তারের চিৎকার ও কান্নার শব্দ শুনে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে শাহপরাণ থানার একদল পুলিশ এমরান হোসেনের বাসায় গিয়ে রুনা আক্তারকে উদ্ধার করে। পরে অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রী ও রুনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল সাড়ে ৪টার দিকে শাহপরাণ থানায় নিয়ে যাওয়া হয়।


এনএইচ-০১/এএফ-০১