ওসমানীনগর প্রতিনিধি
জুন ২২, ২০২১
১০:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ২২, ২০২১
১০:৪৮ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরের হযরত শাহ্ জালাল (র.) ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলাম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মাদরাসা প্রধানদের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আমিরুল ইসলাম ছিলেন একজন আদর্শ মানুষ। তিনি তার কর্মকাণ্ড দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন।
মাদারবাজার এফইউ সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদীর সভাপতিত্বে এবং চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আবদুল হাই এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী।
সভায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রিন্সিপাল আমিরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল লেইছ, মাদরাসা প্রধান মোশারফ হোসেন, ওয়ারিছ আলী আল মামুন, আবদুল কাইয়ুম, আলমগীর হোসেন, বিদ্যালয় প্রধান রিপন সূত্রধর, মো. সানা উল্লা, ভারপ্রাপ্ত প্রধান মো. শামছুল হক, বিজয় প্রসাদ দেব, শিক্ষক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি মাদরাসায় যাওয়ার পথে মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মাওলানা আমিরুল ইসলাম।
ইউডি/আরআর-০৫