ওসমানীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ওসমানীনগর প্রতিনিধি


জুন ২২, ২০২১
১০:৩৮ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২১
১০:৩৮ অপরাহ্ন



ওসমানীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের ওসমানীনগরে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আজমল আলী (৫৫)। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের দক্ষিণ রাইকদারা গ্রামের মৃত রিয়াছত উল্ল্যার ছেলে।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাইকধারা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আজমল আলী একই গ্রামের প্রবাসী সুন্দর আলীর নির্মাণাধীন ঘরে গাঁজা রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে এবং ওই ঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে।

গাঁজাসহ আজমল আলীকে আটকের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


ইউডি/আরআর-০৩