গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ২২, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
আপডেট : জুন ২২, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা গরিবের আপনজন। তিনি সবসময় সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেন। দেশের প্রতিটি মানুষের বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক চাহিদা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর ঘর উপহার তার একটি অনন্য দৃষ্টান্ত।
সোমবার (২১ জুন) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ও বারকোট গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন পরিবারগুলোর মধ্যে হস্তান্তরকৃত ঘর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সোমবার বেলা ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ও বারকোট গ্রামে নির্মিত ১৯টি ঘরে ওঠা পরিবারগুলোর খোঁজ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মেহেদী হাছান প্রমুখ।
এফএম/আরআর-১১