বিয়ানীবাজার প্রতিনিধি
জুন ২১, ২০২১
০৭:৫৪ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
০৭:৫৪ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ জুন) রাতে উপজেলার দুবাগ এলাকার মেওয়া এবং আঙ্গারজুর এলাকার চেংড়িরপুল থেকে পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে পুলিশ তাদের কাছ থেকে ৭০ পিছ ইয়াবা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত দুজন হলেন দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের দুদু খানের পুত্র রুহুল আমিন খান (২৪) ও ছমির খানের পুত্র আব্দুর রহমান (৩৫)।
পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক এসআই রুমেনের নেতৃত্বে একটি দল পুলিশ দুবাগ এলাকার মেওয়া এবং আঙ্গারজুর এলাকার চেংড়িরপুল এলাকায় অবস্থান নেয়।
এ সময় গ্রেপ্তারকৃত রুহুল আমিনের দেহ তল্লাসি করে ৭০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে রুহুলের দেয়া তথ্যর ভিত্তিতে দুবাগ এলাকায় অভিযান চালিয়ে অপর আসামী মাদক বিক্রেতা আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে বিয়ানীবাজার থানায় একটি মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এস এ/বি এন-০৬