অ্যাডভোকেট মনির উদ্দিনের দাফন সম্পন্ন

ওসমানীনগর প্রতিনিধি


জুন ২১, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন



অ্যাডভোকেট মনির উদ্দিনের দাফন সম্পন্ন

সিলেট জজকোর্টের সিনিয়র আইনজীবী ও বিভাগীয় স্পেশাল জজ আদালত সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।  রবিবার (২০ জুন) বেলা বেলা ৩ টার দিকে সিলেট নগরের উপশহর এ ব্লক জামে মসজিদে প্রথম জানাযা ও তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগরের হস্তিদুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন মাঠে ২য় জানাযা বিকাল সাড়ে ৫ টায় সম্পন্ন হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

মরহুমের দ্বিতীয় জানাযা পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, ফতেহপুর ইউপির সাবেক চেয়ারম্যান জামি আহমদ, অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, মরহুমের ভাই আজির উদ্দিন প্রমুখ।

অ্যাডভোকেট মনির উদ্দিন গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রবিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেটের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।