জৈন্তাপুরে ৭টি স্টোন ক্রাশার ধ্বংস, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২১
০২:১০ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০২:১০ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ৭টি স্টোন ক্রাশার ধ্বংস, দেড় লাখ টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুরে উচ্চ আদালতের নির্দেশনা অম্যান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া পাথর ভাঙ্গার মেশিন (স্টোন ক্রাশার) দিয়ে পাথর ভাঙ্গায় ৭টি স্টোন ক্রাশার ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৩টি ক্রাশার মিলকে দেড় লাখ টাকা জরিমানা দেওয়া হয়।

জানা গেছে, রবিবার দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ্গ এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট ও র‌্যাব-৯ এর সহায়তায় গঠিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙ্গার ফলে ৩টি ক্রাশার মিলকে ৫০ হাজার করে দেড়লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৭টি স্টোন ক্রাশার ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। সিলেট জেলার পাঁচটি উপজেলায় (সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট) পরিবেশগত ছাড়পত্রহীন পাথর ভাঙ্গার মেশিন অবিলম্বে বন্ধের নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের।

অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিচালক মো. এমরান হোসেন সিলেট মিররকে বলেন, ‘এই প্রতিষ্ঠান গুলোর পরিবেশগত কোনো ছাড়পত্র নেই। ফলে এটা হাইকোর্টে নির্দেশনার পরিপন্থী। এছাড়া এসব প্রতিষ্ঠানের কোনো সীমানা দেয়ালও নেই। ফলে এতে করে পরিবেশগত ঝুঁকি তৈরি হচ্ছে এসব এলাকায়। তাই আমরা এই অভিযান চালিয়ে জরিমানা ও ক্রাশার মেশিন ধ্বংস করেছি।’ পরিবেশ রক্ষার স্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এনএইচ/বিএ-১৪