নির্বাচিত হলে সর্বত্র গ্যাস সংযোগের আশ্বাস শফি চৌধুরীর

সিলেট মিরর ডেস্ক


জুন ২১, ২০২১
০২:০১ পূর্বাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০২:০১ পূর্বাহ্ন



নির্বাচিত হলে সর্বত্র গ্যাস সংযোগের আশ্বাস শফি চৌধুরীর

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচিত হলে সিলেট ৩ আসনের জনগনের প্রাণের দাবি সর্বত্র গ্যাস সংযোগ সরবরাহ করব ইনশাআল্লাহ।’ গতকাল রবিবার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সাধারণ মানুষের আবেগের মর্যাদা দিতে গিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। অতীতে সংসদ সদস্য থাকাকালে দক্ষিণ সুরমা পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নসহ এই অঞ্চলের মানুষের মৌলিক দাবি পূরণ করেছি। বর্তমানে সিলেট-৩ আসনে সর্বত্র গ্যাস সরবরাহ করার দাবি আছে। নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই দাবি পূরণ করব।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো চাওয়া পাওয়া নেই। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের মুখে হাসি ফুটানোই একমাত্র লক্ষ্য। তিনি একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় লালাবাজারবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিএ-১৩