নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি না মানায় দক্ষিণ সুরমা এলাকায় তিন বাস চালককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২০ জুন) র্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
র্যাব জানায়, র্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে গণপরিবহনে স্বাস্থ্যবিধি সঠিক ভাবে না মানায় দক্ষিণ সুরমা এলাকার সিলেট-ঢাকা হাইওয়েতে তিন চালকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বাস চালক মঈন উদ্দিনকে ৫ হাজার, তাজমল খান তাজুলকে ৩ হাজার এবং রুহুল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন।
বিএ-১২