কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ২১, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুর (পূর্বপাড়া) থেকে ১০ পিস ইয়াবাসহ কাজী নজরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একই পাড়ার কাজী মৃত সিরাজুল ইসলামের পুত্র।
শনিবার (১৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের মানিক মিয়ার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার এসআই সুকোমল ভট্টাচার্যের নেতৃত্বে এসআই ইয়াকুব আলী ও রেজওয়ান আহমদসহ পুলিশের একটি দল ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবা মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং গ্রেপ্তার নজরুল ইসলামকে একমাত্র আসামি দেখিয়ে মাদক আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২০ জুন) নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে সিলেট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমকে/আরআর-১১