ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুন ২১, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আশ্রয়ণ-২ (২য় পর্যায়) প্রকল্পের ৫৮টি ঘরের মালিকানা হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের বাড়ুয়া ও ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের গৃহহীনদের মাঝে দুই শতাংশ জমিসহ এসব ঘরের দলিল বুঝিয়ে দেওয়া হয়।
আশ্রয়হীনদের একটি পাকা ঘর পাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় এসব দরিদ্র গৃহহীন পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে চলেছে। আশ্রয়হীন এসব মানুষ কোনোদিন ভাবেননি যে তারা একদিন জমির মালিক হবেন। এখন তাদের স্বপ্নের ঠিকানার খোঁজ পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নিরাশ্রয় মানুষকে আশ্রয় দেওয়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার গৃহহীনদের জমিসহ ঘর দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। সরকারের গৃহীত এই কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে আর কোনো দরিদ্র মানুষ গৃহহীন থাকবে না।
ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমদ বলেন, আশ্রয়ণ-২ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সরকারি জমিতে নির্মিত মোট ৫৮টি ঘর নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে আজ ৫৮টি পরিবারকে জমিসহ ঘরের দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহে ৬টি গভীর নলকূপ বসানো হবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখী আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপকারভোগীরা।
এসএ/আরআর-১০