গোলাপগঞ্জে ঘর পেল ১৯টি গৃহহীন পরিবার

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২০, ২০২১
১১:৫৩ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২১
১১:৫৩ অপরাহ্ন



গোলাপগঞ্জে ঘর পেল ১৯টি গৃহহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় ধাপে ১৯টি গৃহহীন-ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, গোলাপগঞ্জ মডেল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সিনিয়র সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মেহেদি হাছান প্রমুখ।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রত্যেক পরিবারকে জমি ও ঘরের কাগজপত্রসহ একটি ফলজ ও একটি বনজ গাছের চারা প্রদান করা হয়। উপজেলায় আর কেউ ভূমিহীন-গৃহহীন থাকলে এবং আবেদন করলে ঘর প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রথম ধাপে উপজেলার ৭৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মোট ৯৬টি ঘর হস্তান্তর করা হলো। উপজেলার জন্য নির্ধারিত ২০০টি ঘরের মধ্যে ইতোমধ্যে ১৭৭টি ঘর নির্মিত হয়েছে ও বাকি ২৩টি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই ২০০টি ঘর নির্মাণ করতে ব্যয় হচ্ছে ৩ কোটি ৫০ লাখ টাকা।


এফএম/আরআর-০৮