জৈন্তাপুরে গৃহহীন ১১২টি পরিবারের স্বপ্নপূরণ

জৈন্তাপুর প্রতিনিধি


জুন ২০, ২০২১
১১:১৯ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২১
১১:১৯ অপরাহ্ন



জৈন্তাপুরে গৃহহীন ১১২টি পরিবারের স্বপ্নপূরণ

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে গৃহ প্রদান কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে ১১২টি ঘর বিতরণ করা হয়েছে

রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গৃহহীনদের মাঝে এসব ঘরের কাগজপত্র বিতরণ করা হয়েছে।

মুজিববর্ষের ঘর বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক আহমদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী মো. জসিম উদ্দিন, প্রকল্পের সহায়ক মো. আমিন আহমদ ও মো. রুবেল শরিফ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পাকা ঘর পাওয়ার মাধ্যমে জৈন্তাপুরের ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্নপূরণ হলো। নিরাশ্রয় এসব মানুষ কোনোদিন ভাবেননি তারা একদিন জমির মালিক হবেন আর পাকা ঘরে বসবাস করবেন। অবশেষে স্বপ্নের ঠিকানার খোঁজ পেয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা গেছে, জৈন্তাপুর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৩০টি ঘর নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। এর মধ্যে ১ম দফায় ১২৬টি ঘর বিতরণ সম্পন্ন হয়েছিল। আজ ২য় দফায় ১১২টি ঘর বিতরণ করা হলো। বাকি ৯২টি ঘর নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎসহ দৈনন্দিন সুযোগ-সুবিধা সম্বলিত আশ্রয়ণ প্রকল্পে থাকছে প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহে রয়েছে গভীর নলকূপ। যাতায়াতের সুবিধার জন্য উপজেলা সদর থেকে প্রকল্প এলাকার রাস্তাও প্রশস্ত করা হয়েছে। দ্রুতসময়ের মধ্যে রাস্তা পাকাকরণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক জানান, গৃহহীনদের মাঝে ঘরের মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য সবরকম প্রস্তুতি শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই আজ মাননীয় প্রধানমন্ত্রী ঘর বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন। পরিবেশ, পরিস্থিতি সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যে বাকি ৯২টি ঘর নির্বাচিত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে।


আরকে/আরআর-০৫