ওসমানীনগর প্রতিনিধি
জুন ২০, ২০২১
০৫:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২১
০৬:২৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এক স্কুল শিক্ষিকা ও তার বাড়ির কাজের ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বাসার তালা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত নারী দয়ামীরের ডা. বিজয় দে’র স্ত্রী। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ডা. বিজয় শনিবার দুপুরে বাড়ি থেকে দয়ামীরের চেম্বারে গেলে বাড়িতে তার স্ত্রী লাভলী রাণী দে তপতী (৫০) ও কাজের ছেলে গৌরাঙ্গ বৈদ্য (২০) ছিল। রাত ৯টার দিকে তাদের ছেলে বিপ্লব দে বাড়ি ফিরে বাসায় তালা ঝুলতে দেখে। পরে তার মা লাভলী রাণীর মোবাইলে কল দিয়েও বন্ধ পান। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে লাভলী রাণীকে খুন করা হয়েছে ও কাজের ছেলে ফাঁস লাগানো অবস্থায় ছিলো বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
ইউডি/আরসি-০১