জৈন্তাপুর প্রতিনিধি
জুন ২০, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় আরও ১১২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ঘর হস্তান্তর করা হবে। আগামীকাল রবিবার (২০ জুন) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘরগুলো হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, আগামীকাল রবিবার দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৩ হাজার ৩৪০টি গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী উপজেলা মিলনায়তন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে জৈন্তাপুর উপজেলার ১১২টি ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ সরকারি অর্থায়নে নির্মিত গৃহ প্রদানসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করা হবে।
ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য তাদের বাসস্থানের সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে যুগান্তকারী আখ্যায়িত করে তিনি জৈন্তাপুরে প্রথম ও দ্বিতীয় দফায় ২৩৮টি পরিবারের পুনর্বাসনের জন্য দৃষ্টিনন্দন ও টেকসই ঘর নির্মাণ করে তা সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করায় স্থানীয় প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টাকে স্বাগত জানান।
আরকে/আরআর-১১