সিলেট মিরর ডেস্ক
জুন ২০, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
সিলেট সফরে এসে সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য সদ্য প্রয়াত দিলদার হোসেন সেলিমের পরিবারের খোঁজ খবর নিতে তাঁর বাসায় যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
আজ শনিবার (১৯ জুন) বিকেল ৬টায় সিলেট নগরের লামাবাজারে দিলদার সেলিমের বাসভবনে যান মন্ত্রী।
সেখানে তিনি দীর্ঘক্ষণ অবস্থঅন করেন এবং সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের ছেলে নাঈম জাকি চৌধুরীর সঙ্গে আলাপ করেন ও পরিবারের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইব্রাহীম আলী, মন্ত্রীর ব্যক্তিগত সচিব আহমদ কবির, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ।
এএফ/০৩