গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ১৯, ২০২১
১০:৪৭ অপরাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
১০:৪৭ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে রণকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৯ জুন) বেলা ১টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রণকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রণকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, এনামুল হক, আলা উদ্দিন, গোলাম কিবরিয়া রুবেল এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক এহসানুল হক, সহকারী শিক্ষক সৈয়দ নূরুল হাফিজ, মোহাম্মদ শাহজাহান, মুকুল হোসেন, আবুল কয়েছ, আম্বিয়া খাতুন, তাছলিমা খানম, ছাদিয়া জান্নাত চৌধুরী, সাহির হোসেন, শিখা বেগম, আবু সুফিয়ান মোহাম্মদ আজম প্রমুখ।
এফএম/আরআর-০৫