প্রতিনিধি, গোলাপগঞ্জ
জুন ১৯, ২০২১
১০:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
১০:২৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (১৯ জুন) বেলা ১টায় উপজেলা প্রশাসনের নির্দেশে ঢাকাদক্ষিণ বাজারে ফায়ার সার্ভিস স্টেশন এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিয়াকত আলী বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে বিশেষ করে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে করণীয় কি সেটা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা করা হয়েছে। এছাড়া বাড়িতে আগুন লাগলে কিংবা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হলে তা কীভাবে দ্রুত নেভানো যায় সেটিও আমরা মহড়ায় দেখিয়েছি।
এফএম/আরআর-০৩