জকিগঞ্জ প্রতিনিধি
জুন ১৯, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে বাসের চাপায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কসকনকপুর ইউনিয়নের ইনামতি এলাকায়। জিসান স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ইনামতি গ্রামের কামরুল ইসলামের ছেলে জিসান আহমদ (৭) সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় জকিগঞ্জ থেকে সিলেটগামী বেপরোয়া গতির একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে জিসান ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জকিগঞ্জ থানার এসআই মোহন রায় জানিয়েছেন, দুপুর ১২টায় জকিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ওই বাস (মৌলভীবাজার-জ-১১-০০০১) ইনামতি এলাকায় পৌঁছে শিশুটিকে চাপা দেয়। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে বাসটি অন্য কোনো গাড়িকে ওভারটেক করার সময় সড়কের রং সাইডে গিয়ে জিসানকে চাপা দিয়েছে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক চালককে গ্রেপ্তার করতে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
ওএফ/আরআর-০১