বিয়ানীবাজারে মাতলামির অভিযোগে গ্রেপ্তার ৩

বিয়ানীবাজার প্রতিনিধি


জুন ১৯, ২০২১
০৬:২৫ অপরাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২১
০৬:২৫ অপরাহ্ন



বিয়ানীবাজারে মাতলামির অভিযোগে গ্রেপ্তার ৩

সিলেটের বিয়ানীবাজারে মদ পান করে মাতলামি করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম বাজার থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, লাউতা ইউনিয়নের জলঢুপ থানাবাজার এলাকার মৃত আবু তাহেরের ছেলে মানিক হোসেন (৩৬), বারইগ্রাম এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে রুবেল আহমদ (৩৫) ও একই এলাকার বশির উদ্দিনের ছেলে শরফ উদ্দিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তিন জন পেশায় স্থানীয় বারইগ্রাম স্ট্যান্ডের মাইক্রোবাস চালক। তারা নিয়মিত প্রকাশ্যে মাদক সেবন করতো বলে স্থানীয় এলাকায় অভিযোগ রয়েছে।

শুক্রবার রাতে তারা স্থানীয় বারইগ্রাম বাজারে মদ খেয়ে মাতলামি শুরু করলে স্থানীয়দের অভিযোগের বিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের এস. আই হিমেল তাদেরকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস এ/বি এন-০৬