নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২১
০৫:৪৪ অপরাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
০৬:০৪ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মা ও দুই শিশু হত্যাকান্ডের ঘটনায় হিফজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৯ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
তিনি বলেন, 'আমাদের কাছে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে চাইছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে আমরা তাকে আদালতে উপস্থাপন করে রিমান্ডের জন্য আবেদন জানাবো। '
তিনি আরও বলেন, 'ঘটনার রাতে ওই ঘরে কেউ প্রবেশ করেনি। কারণ দরজা ভাঙার কোনো আলামত নেই। এছাড়া তিনি (হিফজুর) ঘটনার দিন সকালে ৩ জনকে ফোন দিয়েছেন। এর মধ্যে দুই জনকে বলেছেন তিনি অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর আমাদের কাছে ঘটনাস্থলের যে ছবি আছে তাতে দেখা যাচ্ছে, হিফজুর তার স্ত্রী ও সন্তানদের উপর শুয়ে আছেন। তবে তার পায়ে মাটি লাগানো। ধারণা করা হচ্ছে তিনি বেশ কিচ্ছুক্ষণ ঘরে হাটাহাটি করেছেন। এসব তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা মনে করছি তিনিই এঘটনায় জড়িত। '
এনএইচ-১/এএফ-১