গোলাপগঞ্জে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে ত্রাণ সচিব

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ১৯, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে ত্রাণ সচিব

সিলেটের গোলাপগঞ্জের লক্ষনাবন্দে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের সচিব মোহাম্মদ মোহসীন। শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় তিনি স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় তিনি আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। পরে স্কাউট ভবনের হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হোন।

গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ এম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি ডা. মো. সিরাজুল ইসলাম, (এলটি), গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (সমাজ উন্নয়ন) মহিুউসুন্নাহ চৌধুরী নার্জিস, সিলেট অঞ্চলের উপ-কমিশনার ইঞ্জিনিয়ার ফয়জুল আক্তার, সিলেট জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের গার্লস ইন স্কাউট সুষমা সুলতানা রুহি, সিলেট অঞ্চলের যুগ্ম-সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, স্কাউটিং সম্প্রসারণ ও শতাব্দী ভবন প্রকল্পের পরিচালক মো. সাইফুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়সমূহের কাপ স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মো. রুহুল আমিন, সিলেট অঞ্চল ও মৌলভীবাজার জেলার স্কাউট ভবন নির্মাণের প্রকল্প পরিচালক এ এইচ এম শামছুল আজাদ, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মো. আতাউর রহমান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।


এফএম/আরআর-০৫