ফেঞ্চুগঞ্জ বার্তার যুগপূর্তি, অনলাইনে আত্মপ্রকাশ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুন ১৮, ২০২১
১১:১৭ অপরাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জ বার্তার যুগপূর্তি, অনলাইনে আত্মপ্রকাশ

সিলেটের ফেঞ্চুগঞ্জের একমাত্র পত্রিকা সাপ্তাহিক ফেঞ্চুগঞ্জ বার্তার এক যুগ পূর্তি হয়েছে ও পত্রিকাটি অনলাইন জগতে আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (১৮) জুন বিকেলে ফেঞ্চুগঞ্জ বার্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে এক যুগ পূর্তি ও অনলাইন জগতে প্রবেশ উদযাপন করা হয়।

যুগপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক'র সাবেক সহ-সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা, এটিএন বাংলার সিলেট জেলা প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন, ফেঞ্চুগঞ্জ বার্তার সম্পাদক এস এম মামুনুর রশিদ, ফেঞ্চুগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক বদরুল আমিন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সিলেট মিরর'র ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শহীদ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বার্তার ব্যবস্থাপনা সম্পাদক সায়েমুল আরেফিন ফুয়াদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য আরকে দাস চয়ন ও মোস্তাফিজুর রহমান কিনেল।

অনুভূতি ব্যক্ত করে আমন্ত্রিত অতিথিগণ বলেন, ফেঞ্চুগঞ্জ বার্তা এই উপজেলার জনগণের একমাত্র মুখপত্র। তাই সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং মানুষের চাহিদার প্রতিফলন ঘটাতে হবে। পৌঁছাতে হবে তার অভিষ্ট লক্ষ্যে।

ফেঞ্চুগঞ্জ বার্তার সম্পাদক এস এম মামুনুর রশিদ বলেন, আমরা করোনার কারণে ছোট পরিসরে এই আয়োজন করেছি। আগামীতে আমরা সবাইকে নিয়ে আয়োজন করব। আমরা সকলের সহযোগিতা কামনা করি।

পরে ফেঞ্চুগঞ্জ বার্তার জন্মদিনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন ইসকা ও ফেঞ্চুগঞ্জ বার্তার সম্পাদক এস এম মামুনুর রশিদ। সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সিলেট মিরর'র ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শহীদ আহমদ চৌধুরী।


এসএ/আরআর-০৩