ওসমানীনগর প্রতিনিধি
জুন ১৭, ২০২১
১১:৪৭ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২১
১১:৪৭ অপরাহ্ন
সিলেটের প্রাচীন ব্যবসাকেন্দ্র, 'ব্যাংকের শহর' বলে খ্যাত ওসমানীনগরের গোয়ালাবাজারের উন্নয়নে এক মঞ্চে দাঁড়িয়েছেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় এলাকার উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
গোয়ালাবাজার ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত সভায় বক্তারা বলেন, উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার থেকে প্রতিবছর কোটি টাকার অধিক রাজস্ব প্রদান করা হলেও কাঙ্ক্ষিত উন্নয়নবঞ্চিত এই ইউনিয়নের জনগণ। গত কয়েকযুগ ধরে এলাকার লোকজন গোয়ালাবাজার পৌরসভা বাস্তবায়নের দাবি জানিয়ে এলেও তা উপেক্ষিত রয়েছে। সরকারি সব ধরনের অফিস-আদালত গোয়ালাবাজারকে পাশ কাটিয়ে তাজপুরে করা হচ্ছে।
প্রতিক্ষেত্রে গোয়ালাবাজারকে উন্নয়নবঞ্চিত রাখার চক্রান্ত আর মেনে নেওয়া হবে না জানিয়ে গোয়ালাবাজার এলাকায় সরকারিভাবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করার দাবি জানানো হয়।
ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমানে সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া, হারুন মিয়া, আওয়ামী লীগ নেতা আলাউর রহমান আলা, শাহ নুরুর রহমান সানুর, মিয়াফর আলী, জাবেদ আহমদ আম্বিয়া, ডি কে জয়ন্ত, মনির আলী, দিলদার আলী, গোয়লাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেব, ব্যবসায়ী সোনাফর আলী সুনাই, বেলাল আহমদ, রুমেল আহমদ, মকসুদ আলী, সাংবাদিক আবদুল মতিন প্রমুখ।
ইউডি/আরআর-০৮