সিলেটের ৬২১২ পরিবার পাচ্ছে ভূমিসহ ঘর

নিজস্ব প্রতিবেদক


জুন ১৭, ২০২১
১১:৪১ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২১
১১:৪১ অপরাহ্ন



সিলেটের ৬২১২ পরিবার পাচ্ছে ভূমিসহ ঘর

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে সিলেট বিভাগে আরও ৬ হজিরি ২১২টি পরিবার পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেওয়া হচ্ছে।   

জানা গেছে সিলেটসহ দেশে আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেওয়া হবে। রবিবার (২০ জুন) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

তিনি বলেন, আগামী রবিবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিভাগীয় কমিশনার (রাজস্ব) কার্যালয় সিলেট সূত্রে জানা যায়, সিলেট বিভাগের ৬ হাজার ২১২ পরিবারের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৯২ পরিবার, সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৯৮০ পরিবার, হবিগঞ্জ জেলার ৪৪১ পরিবার এবং মৌলভীবাজারের ৬৯৯ পরিবার ঘর পাচ্ছে।

সিলেট জেলায় ১ হাজার ৯২টির মধ্যে সিলেট সদরে ১২৫, দক্ষিণ সুরমায় ৪৯, ওসমানীনগরে ১৯৪, বিশ্বনাথে ১৪১, বালাগঞ্জে ১৬০, গোলাপগঞ্জে ১৮৯, বিয়ানীবাজারে ৭৪, জৈন্তাপুরে ১২০, গোয়াইনঘাট উপজেলার ৪০টি পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে।

অন্যদিকে মৌলভীবাজারে ৬৯৯টি ঘরের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ৩৭টি, রাজনগরে ৪২টি, কুলাউড়ায় ৮৩টি, জুড়িতে ৮০টি, বড়লেখায় ১০৫টি, শ্রীমঙ্গলে ২০০টি, কমলগঞ্জে ১৫২টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে।

আর হবিগঞ্জ জেলায় ৪৪১ টির মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১০০ টি, শায়েস্তাগঞ্জে ১৫ টি, লাখাইয়ে ২৮ টি, বাহুবলে ৬০ টি, বানিয়াচংয়ে ১২০ টি, নবীগঞ্জে ৪৮ টি, চুনারুঘাটে ৪০ টি এবং আজমিরীগঞ্জ উপজেলার ৩০ টি পরিবারের মধ্যে এসব ঘর হস্তান্তর করা হবে।

সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৯৮০টি ঘরের মধ্যে সুনামগঞ্জ সদরে ৪০০টি, দোয়ারাবাজারে ২৬৪টি, বিশ্বম্ভরপুরে ১৯০ টি, ছাতকে ১৭৫টি, জগন্নাথপুরে ৯২টি, ধর্মপাশায় ৩০০টি, জামালগঞ্জে ২৯৭টি, দিরাইয়ে ৪২০টি, দক্ষিণ সুনামগঞ্জে ২৬১টি, তাহিরপুরে ১৪৬টি এবং শাল্লায় ১৪৩৫টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে।

সবগুলো ঘরই আগামী রবিবার (২০ জুন) হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে আরও একলাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

সংবাদ সম্মেলনে মুখ্য সচিব বলেন, অসহায় মানুষকে এভাবে ঘর দেওয়াকে ‘অর্ন্তভূক্তি উন্নয়নে শেখ হাসিনা মডেল’। বিশ্বে এটা নতুন মডেল, আগে কখনো কেউ এটা ভাবেনি। সরকার অসহায় ভূমিহীন-গৃহহীনদের ঘর দেওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

বিএ-০৮