নবীগঞ্জ প্রতিনিধি
জুন ১৭, ২০২১
১১:৩৫ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২১
১১:৩৫ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, পৌর এলাকার হরিপুর গ্রামের বাসিন্দা মো. মোজাহিদ আলী বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, পৌর এলাকার হরিপুর গ্রামের প্রয়াত আয়কর কর্মকর্তা মোহাম্মদ আলীর জ্যেষ্ঠ পুত্র নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোজাহিদ আলী দীর্ঘদিন লিবিয়া ও সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে কিছুদিন পূর্বে দেশে এসে ব্যবসা শুরু করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে তিনি মারা যান।
তার জানাজার নামাজ বেলা ২টায় রাজাবাদ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম মোজাহিদ আলী হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অন্যতম পরিচালক ছিলেন।
এএম/আরআর-০৭