জৈন্তাপুরে 'মোস্ট ওয়ান্টেড' আসামি আটক

জৈন্তাপুর প্রতিনিধি


জুন ১৭, ২০২১
১১:২৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২১
১১:২৪ অপরাহ্ন



জৈন্তাপুরে 'মোস্ট ওয়ান্টেড' আসামি আটক

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পুলিশের খাতায় নাম থাকা 'মোস্ট ওয়ান্টেড' ইব্রাহিম ওরফে ইমনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ জুন) দিনগত মধ্যরাতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ইউনিয়নের ২ নম্বর লক্ষীপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়ির সন্নিকটে অভিযান পরিচালনা করে পুলিশ কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের ছেলে ইব্রাহীম ওরফে ইমনকে (২৯) আটক করে।

আটক ইব্রাহিমের বিরুদ্ধে কানাইঘাট থানায় হত্যা মামলা, চুরির মামলা, জৈন্তাপুর থানায় চুরির মামলা এবং গোলাপগঞ্জ থানায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চুরির মামলা রয়েছে। পুলিশের ধারণা, ইমন আন্তঃজেলা চোর ও ডাকাতদলের সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে আটককৃত ইমনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইমনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। সে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিল।


আরকে/আরআর-০৬