নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২১
০৬:২৩ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২১
০৬:৫৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে মা ও দুই শিশুকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (১৬ জুন) রাতেই নিহত আলেয়া বেগমের পিতা আইয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।
তিনি বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটন করার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা কিছু ক্লু পেয়েছি। এতে ধারণা করা যাচ্ছে স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।'
এর আগে গত বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩৫), তার ছেলে মিজান (৮) ও মেয়ে তানিশার (৩) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এসময় আহত অবস্থায় হিফজুর রহমানকে হাসপাতালে পাঠায়।
এসএইচ/বিএ-০৭