দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক


জুন ১৭, ২০২১
০৬:০৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২১
০৬:০৭ অপরাহ্ন



দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেট-৩ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন রুমা। 

এছাড়া আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুন) মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। 

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন 

তিনি বলেন, ‘সিলেট -৩ আসনের উপ-নির্বাচনে ৬ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন রুমা বাতিল করা হয়েছে।’

বাতিলের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকা লাগে। তাদের দাখিলকৃত তালিকায় ত্রুটি রয়েছে।’

এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষাণা করা হয় বলে জানান তিনি।

এনএইচ/বিএ-০৬