সিলেট মিরর ডেস্ক
জুন ১৭, ২০২১
০৪:৫৪ অপরাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২১
০৪:৫৪ অপরাহ্ন
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৭ জুন) সিলেট আসছেন।
আজ বেলা ১২ টায় তিনি বিমানের একটি ফ্লাইটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জস্থ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন।
পরদিন শুক্রবার (১৮ জুন) তিনি নিজ বাড়িতে অবস্থান করবেন।
মন্ত্রী শনিবার (১৯ জুন) সকালে শান্তিগঞ্জের বাড়ি থেকে সড়কপথে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্ট এর উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিন বিকেল ৩ টায় তিনি সিলেট থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার ‘দি প্যালেস’এ যাত্রা করবেন।
পরদির রবিবার (২০ জুন) তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে বাহুবল ত্যাগ করার কথা রয়েছে।
বিএ-০৫