বেল ঝলকে তুরস্ককে হারাল ওয়েলস

ক্রীড়া প্রতিবেদক


জুন ১৭, ২০২১
০৪:৩৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২১
০৪:৩৯ পূর্বাহ্ন



বেল ঝলকে তুরস্ককে হারাল ওয়েলস
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০

ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলের পেনাল্টি বারের অনেক ওপর দিয়ে চলে যায়। ছবি: টুইটার


নিজে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেও গ্যারেথ বেল তীর্থদের দিয়ে করিয়েছেন জোড়াল গোল। আর এই ২ গোলের ব্যবধানেই ওয়েলস হারাল তুরস্ককে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপর্বের দ্বিতীয় ম্যাচে মাঠজুড়ে উপরে-নিচে দারুন খেলেছেন ওয়েলস অধিনায়ক। 

ম্যাচের ৪২ মিনিটে বেলের চোখধাঁধানো এক পাস থেকে গোল করেন অ্যারন রামসি।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কনর রবার্টসের গোলটিও বানিয়ে দিয়েছেন বেল।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত তুরস্কের বিপক্ষে ম্যাচে গ্যারেথ বেলের ব্যর্থতা শুধু ৬১ মিনিটে পাওয়া পেনাল্টি শটটি উড়িয়ে মেরেছেন! 

এ জয়ে ইউরোর দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্নও আরও উজ্জ্বল হলো গত আসরে সেমিফাইনালে খেলা ওয়েলসের! ২ ম্যাচে তাদের এখন ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে দলটি সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। শেষ ম্যাচে তাদের আগামী রবিবার রোমে তাদের প্রতিপক্ষ ইতালি।

এএন/০১