জকিগঞ্জ প্রতিনিধি
জুন ১৭, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ সার্কেলে যোগদানের পর নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার) জাকির হোসেন জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে জকিগঞ্জ থানার ওসি'র কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম মামুন, নির্বাহী সদস্য রিপন আহমদ, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সদস্য আবু বকর ফয়ছল, সিলেট মিরর প্রতিনিধি ওমর ফারুক ও জকিগঞ্জ আই টিভি'র ফটোগ্রাফার উজ্জল আহমদ।
মতবিনিময় সভায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, পুলিশ ও সাংবাদিকদের কাজের ধরন আলাদা হলেও অনেকটা একই রকম। সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমার আগের স্টেশন ঢাকা মেট্রোতে সিআইডি'র অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে আমি সাংবাদিকদের গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে নিয়ে কাজ করেছি। জকিগঞ্জ সার্কেলে যথাযথভাবে দায়িত্বপালনে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, জকিগঞ্জ সার্কেলের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী নিরলস কাজ করে যাবে। যে কোনো অন্যায় রুখতে পিছপা হবো না আমরা। সীমান্তে মাদকের আগ্রাসন প্রতিরোধসহ যে কোনো অপরাধ মোকাবেলায় কঠোর হয়ে কাজ করবে পুলিশ। দেশ এগিয়ে যাচ্ছে, আর দেশের উন্নয়নের মূল শর্ত হচ্ছে সঠিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা। জনগণের স্বস্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা কিংবা বিদ্যমান পরিস্থিতির আরও উন্নয়ন আনার জন্য আমরা কাজ করে যাব। সরকারের উন্নয়ন প্রচেষ্টায় সহযাত্রী হওয়া আমাদের-আপনাদের নৈতিক দায়িত্ব।
সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ, জাতি ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান নবাগত অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের মতামত শুনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ওএফ/আরআর-০৬