ওসমানীনগর প্রতিনিধি
জুন ১৭, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের কলারাই বাজারে অবস্থিত রূপালী ব্যাংক লিমিটেডের শাখা স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলার কলারাই বাজারে সিলেট-ঢাকা মহাসড়কের রূপালী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, কলারাই এলাকার প্রবাসীরা এই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স দেশে প্রেরণ করলে গ্রাহকরা সহজেই টাকা উত্তোলন করতে পারেন। সম্প্রতি রূপালী ব্যাংক কর্তৃপক্ষ তাদের কলারাই বাজার শাখাটি স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। এতে করে শত শত গ্রাহক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। উপজেলার সাদিপুর, বুরুঙ্গা বাজার ও গোয়ালাবাজার এই তিন ইউনিয়নের মধ্যখানে কলারাই বাজারে একটিমাত্র ব্যাংক থাকায় বাজারের শত শত ব্যবসায়ী এই ব্যংকের মাধ্যেমে লেনদেন করে থাকেন। তাছাড়া এলাকার সাধারণ মানুষ বিদ্যুৎ বিলসহ ব্যাংকিং সুবিধা ভোগ করেন এই শাখার মাধ্যমে। শাখাটি সরিয়ে নিয়ে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে নানামুখী সমস্যায় পড়বেন।
মানববন্ধন পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা জাকির হোসেন। মাওলানা মোতাসিম বিল্লাহ জালালীর পরিচালনায় বক্তব্য দেন, প্রবীণ ব্যক্তিত্ব ফয়েজ চৌধুরী, আব্দুল গণি, সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়া, আব্দুল রাজ্জাক, ইছহাক মিয়া, মজনু মিয়া, মাওলানা আব্দুস শুকুর, শাহাব উদ্দিন, শাহ সামছুল ইসলাম, সমছু মিয়া, আজিজ মিয়া, আব্দুল মন্নান, মফিজ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি রূপালী ব্যাংকের কলারাই বাজার শাখাটি স্থানান্তরের উদ্যোগ গ্রহণের খবর পেয়ে ব্যাংক স্থানান্তর না করার জন্য গ্রাহক ও বাজারের ব্যবসায়ীদের স্বাক্ষরিত একটি লিখিত পত্র সিলেট আঞ্চলিক অফিসে প্রেরণ করা হয়। ব্যাংকটি স্থানান্তর না করার জন্য ওই পত্রে সুপারিশ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এম জি রাসুল খালেক আহমদ, ইউপি সদস্য মানিক মিয়া প্রমুখ।
ইউডি/আরআর-০৫