নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২১
০৮:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২১
১১:৫০ অপরাহ্ন
সিলেট নগরের ১৪ টি পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। যথাযথ নির্দেশনা না মানায় যানবাহনের বিরুদ্ধে পুলিশকে মামলা দিতে দেখা যাচ্ছে।
মোড়ে মোড়ে চলা এ ট্রাফিক পুলিশের অভিযানে ১২টি টিম এক সাথে বিভিন্ন পয়েন্টে কাজ করছে।
বুধবার (১৬ জুন) সকাল থেকে এ অভিযান শুরু করে ট্রাফিক পুলিশ। এ সময় যানবাহনের কাগজপত্র ও মোটরসাইকেলের লাইসেন্স এবং হেলমেট না থাকাসহ বিভিন্ন নির্দেশনা না মানায় সেগুলোর বিরুদে্ধ অভিযানে নামে পুলিশ।
নির্দেশনাগুলো হলো- ড্রাইভিং লাইসেন্স ছাড়া নগরীতে গাড়ি চলবে না, সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ মোট চার জন থাকবে, সার্কিট হাউজ থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তায় রং পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চালানো হবে, হেলমেটবিহীন রাইডারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ট্রিপল (তিনজন) রাইডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপরে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, ট্রাফিক পক্ষ উপলক্ষে সড়কে শৃঙ্খলা আনা হবে। দুর্ঘটনা প্রতিরোধের জন্য সারা বছর আমরা সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের জন্য আমরা কঠোর পরিশ্রম করি। ট্রাফিক পক্ষ উপলক্ষে আমাদের এ নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করা হবে।
তিনি বলেন, বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র পরীক্ষা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন, হেলমেটবিহীন ও ট্রিপল রাইডিং এবং সার্কিট হাউজ থেকে আম্বরখানা পর্যন্ত রাস্তায় রং পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের বিষয়টিকে এবারের ট্রাফিকপক্ষে বিশেষ ভাবে ফোকাস করা হবে।
বি এন-১০