নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রিপল মার্ডারের ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া গোয়াইঘাটের হিফজুর রহমানের জ্ঞান ফিরেছে।
আজ বুধবার (১৬ জুন) হাসপাতালে ভর্তির পর বেলা ২টার দিকে তার জ্ঞান ফিরে। তবে তিনি কারো সঙ্গে কথা বলছেন না।
হিফজুরের ভাই মাতাব সিলেট মিররকে বলেন, 'বেলা ২ টার দিকে তিনি চোখ খুলে তাকিয়েছেন। তবে কথা বলতে পারছেন না। '
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট মিররকে বলেন, 'তার জ্ঞান ফিরেছে তাকে আমরা কেবিনে স্থানান্তরের চেষ্টা করছি। আইসোলেটেড করা গেলে তার সঙ্গে কথা বলা যাবে। তার সঙ্গে কথা বললে মূল রহস্য বের হবে।'
আজ সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩৫), তার ছেলে মিজান (৮) ও মেয়ে তানিশার (৩) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় হিফজুর রহমানকে হাসপাতালে পাঠায়।
এনএইচ-০২/এএফ-০২