গোয়াইনঘাটে দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক


জুন ১৬, ২০২১
০৪:১৮ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২১
১১:২২ অপরাহ্ন



গোয়াইনঘাটে দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে দুই শিশুসহ মাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (১৭ জুন) সকালে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩৫), তার ছেলে মিজান (৮) ও মেয়ে তানিশা (৩)। এঘটনায় গুরুতর আহত অবস্থায় হিফজুর রহমানকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে উঠছিলেন না হিফজুরের পরিবারের সদস্যরা। দেরী দেখে প্রতিবেশিরা হিফজুরের ঘরের সামনে যান। এসময় ভেতর থেকে কান্নার শব্দ শুনে দরজায় ধাক্কা দেন তারা। দরজার সিটকিনি খোলাই ছিলো। ভেতরে প্রবেশ করে খাটের মধ্যে তিন জনের জবাই করা মরদেহ ও হিফজুরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার একদল পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করেন এবং হিফজুরকে হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ রয়েছে।

হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান সিলেট মিররকে বলেন, 'এখনো ঘটনার কারণ উদঘাটিত হয়নি। তবে ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।'

এনএইচ/বিএ-০১