সিলেট মিরর ডেস্ক
জুন ১৬, ২০২১
০৭:২৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২১
০৭:৩০ পূর্বাহ্ন
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরী। এ পদক্ষেপের জন্য তাঁকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিএনপির দপ্তর থেকে দেওয়া চিঠিতে আগামী তিন দিনের মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
গত ২২ মে বিএনপির স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদের সিলেট-৩, লক্ষ্মীপুর-২, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়।
এরপরও দলের সিদ্ধান্ত অমান্য করে এ উপনির্বাচনে নেওয়ার ঘোষণা দেন শফি আহমেদ চৌধুরী।
আগামী ২১ জুন লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর অন্য তিনটির নির্বাচন হবে আগামী ২৮ জুলাই।
দলের সিদ্ধান্ত অমান্য করায় শফি আহমেদকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার কথা মঙ্গলবার রাতে জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সূত্র : প্রথম আলো
এএফ/০১