ক্রীড়া প্রতিবেদক
জুন ১৬, ২০২১
০৫:৪১ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২১
০৫:৪১ পূর্বাহ্ন
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযান জয় দিয়ে শুরু করল পর্তুগাল। হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় গতকাল মঙ্গলবার ‘এফ’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল। রাফায়েল গেরেইরোর গোলে এগিয়ে গিয়েছিল তারা।
দলের জয়ের দিনে জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন রোনালদো। জার্মানির বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে ছাড়িয়ে ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) সবচেয়ে বেশি ম্যাচ (৩৯) খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ইউরোর মূল পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ছাড়িয়ে গেছেন ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকে। গড়েছেন প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোর ভিন্ন পাঁচ আসরে খেলার কীর্তিও।
একের পর এক বাধা ঠেকিয়ে পর্তুগালকে ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত গোল করতে দেয়নি স্বাগতিকরা। তারপরও তাদের শেষ রক্ষা হয়নি। শেষ আট মিনিটে তিন গোল করে জয় তুলে নেয় পর্তুগাল।
ম্যাচে জোড়া গোল করায় মূল পর্বে রোনালদোর গোল এখন ১১টি। দেশের হয়ে ১৭৫ ম্যাচে তার গোল ১০৬টি। আর ৩টি হলে ইরানের আলি দাইয়ের গড়া আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি।
নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার জার্মানির মাঠে খেলবে পর্তুগাল। একই দিন ঘরের মাঠে ফ্রান্সের মুখোমুখি হবে হাঙ্গেরি।
এএন/০১