নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২১
০১:৩৭ পূর্বাহ্ন
কুমারগাঁও গ্রিডে ত্রুটির কারণে সিলেট নগরে প্রায় ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজ মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে সিলেট নগর ও এর আশপাশ এলাকা। জানা গেছে, ত্রুটির কারণে কুমারগাঁও গ্রিডের তিনটি ফিডার বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির সিলেট মিররকে বলেন, কুমারগাঁও গ্রিডে সমস্যা হয়েছিল। যার ফলে গ্রিডের তিনটি ফিডারের আওতাধিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
আরসি-০৮/বিএ-০৮