নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২১
১১:১৬ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২১
১১:১৬ অপরাহ্ন
সিলেট নগরে সোয়া লক্ষাধিক টাকার হোল্ডিং ট্যাক্স আদায় করেছে সিলেট সিটি করপোরেশন। সোমবার (১৪ জুন) নগরের মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৩৪ হাজার ৯শ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা এ অভিযান পরিচালনা করেন।
বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে নগরের মহাজনপট্টি ও কালিঘাট এলাকার অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনে অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৯শ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়।
অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিল।
প্রসঙ্গত, বকেয়া হোল্ডিং ট্যাক্স, বকেয়া বিল, লাইসেন্স নবায়ন, অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং, ফুটপাত দখলের বিরুদ্ধে সিলেট সিটি কর্পেোরেশনের অভিযান চলমান রয়েছে।
বিএ-০২